বাংলাদেশ চা বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
- ০২ জুন ২০১৮, ০০:০০
বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রামে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনপত্র পাঠানোর শেষ
তারিখ : ২৪ জুন ২০১৮। লিখেছেন মোশাররফ হোসেন।
পদের নাম : উপ-পরিচালক (হিসাব ও অর্থ)। বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম।
পদের সংখ্যা : ০১টি।
আবেদনের যোগ্যতা : বাণিজ্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং উভয় ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীসহ কোনো সরকারি/আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১০ বছর চাকরির অভিজ্ঞতা (৫ বছরের অভিজ্ঞতাসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সরকার স্বীকৃত কোনো হিসাব ইনস্টিটিউটের সহযোগী সদস্যকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৪৩০০০-৬৯৮৫০/-
পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর। (বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম)
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস এবং টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে শব্দের গতি প্রতি মিনিটে যথাক্রমে ১৫ ও ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : গাড়িচালক। (বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম।)
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ভারী/ মধ্যম ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত। সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : অফিস সহায়ক (এমএলএসএস)। (বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম।)
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : নিরাপত্তা প্রহরী (গার্ড)। (বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম।)
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)। বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
বয়সসীমা : ১ নম্বর ক্রমিকে উল্লিখিত পদে প্রার্থীদের বয়স ২৪/০৬/২০১৮ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর এবং ২ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের প্রার্থীদের বয়স ২৪/০৬/২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত বয়সসীমা প্রযোজ্য হবে।
নির্ধারিত আবেদন ফরম সংগ্রহের ঠিকানা : আবেদন ফরম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট-
ঃবধনড়ধৎফ.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ-এ পাওয়া যাবে।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে : চাকরির আবেদন ফরমের সাথেÑ চাকরির প্রার্থীর সদ্য তোলা ৪ কপি (৫ী৫ সে. মি. সাইজের রঙিন ছবি আবদেন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে) এবং সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ২ থেকে ৬ নম্বর পদসমূহের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না : ১ নম্বর ক্রমিকে উল্লিখিত পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ২ থেকে ৬ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সাবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, বরিশাল ও বরগুনা জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ও আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা : চাকরির আবেদনপত্র সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০, এই ঠিকানায় আগামী ২৪ জুন ২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পাঠাতে হবে। ওই তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
জরুরি তথ্য : প্রার্থী যে পদের জন্য আবেদন করবেন, সে পদের নাম খামের ওপরে লিখতে হবে। আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লিখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে ১০ টাকার ডাকটিকিট সংবলিত ১র্০র্ ী ৪.র্৫র্ মাপের একটি ফেরত খাম আবেদনের সাথে পাঠাতে হবে।