২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পায়রা বন্দরে বিভিন্ন পদে নিয়োগ  

-

পায়রা বন্দর কর্তৃপক্ষ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিচের শূন্য পদে পাঁচজন নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ
তারিখ ও সময় : ১১ জুন ২০১৮, বিকেল ৫টা পর্যন্ত।
লিখেছেন
মোশাররফ হোসেন
পদের নাম : পাইলট।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : মাস্টার (এফজি) বা প্রথম শ্রেণী (ডেক) কম্পিট্যান্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা তৃতীয় শ্রেণী (ডেক) কম্পিট্যান্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
পদের নাম : সিনিয়র হাইড্রোগ্রাফার (ফিল্ড)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/ফলিত গণিত/ ভূগোল/পদার্থবিজ্ঞান/রসায়ন/ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং হাইড্রোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
পদের নাম : সিনিয়র সহকারী প্রধান।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
পদের নাম : উপপরিচালক (বাজেট)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং/ফিন্যান্সে মেজরসহ এমবিএ বা সমমানের ডিগ্রি, তবে সিএ বা সিএমএ সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং সরকারি/আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
পদের নাম : উপপরিচালক (অডিট)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং/ফিন্যান্সে মেজরসহ এমবিএ বা সমমানের ডিগ্রি, তবে সিএ বা সিএমএ সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
উপরি উক্ত সব পদের বয়সসীমা : ১/০৯/২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর।
অনলাইনে আবেদনপত্র পূরণ করা : আগ্রহী প্রার্থীরা (যঃঃঢ়://ঢ়ঢ়ধ.ঃবষবঃধষশ.পড়স.নফ) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
কর্মস্থল : পটুয়াখালী।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ১১ জুন ২০১৮, বিকেল ৫টা পর্যন্ত।
ঙহষরহব-এ আবেদনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ১৪ জুন ২০১৮, বিকেল ৫টা পর্যন্ত) এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
জেন রাখুন : আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৮০ ঢ়রীবষ) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৩০০ ঢ়রীবষ) স্ক্যান করে নির্ধারিত স্থানে টঢ়ষড়ধফ করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কই ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কই হতে হবে। প্রার্থী ঙহষরহব-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে তা সংরক্ষণ করবেন।
ঝগঝ পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : ঙহষরহব-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি এবং স্বাক্ষর টঢ়ষড়ধফ করে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন প্রার্থীরা একটি টংবৎ ওউ, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু প্রার্থী ফড়হিষড়ধফ পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ’ং কপিতে একটি টংবৎ ওউ নম্বর দেয়া থাকবে এবং টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দু’টি ঝগঝ করে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। ঙহষরহব-এ আবেদনপত্রের সব অংশ পূরণ করে ংঁনসরঃ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত ঙহষরহব আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://ঢ়ঢ়ধ.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা িি.িঢ়ঢ়ধ.মড়া.নফ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। ঝগঝ-এ প্রেরিত টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহার করে পরবর্তী সময়ে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী উড়হিষড়ধফ পূর্বক তা রঙিন চৎরহঃ করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় ও উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দেখাবেন।
আবেদনপত্রের প্রিন্ট/হার্ডকপি পাঠানোর ঠিকানা : প্রার্থীদের অনলাইনে আবেদন করার পরের সাত কর্মদিবসের মধ্যে আবেদনের প্রিন্ট/হার্ডকপির সাথে বয়স ও শিক্ষাগত যোগ্যতার সব সনদ/ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, জাতীয়তা/ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র (যদি থাকে), মুক্তিযোদ্ধার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), অভিজ্ঞতার সনদ (যদি থাকে) প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে পরিচালক (প্রশাসন), পায়রা বন্দর কর্তৃপক্ষ, আল আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা-১০০০ বরাবরে পাঠাতে হবে। সাত কর্মদিবসের পরে পাঠানো আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।


আরো সংবাদ



premium cement