ক্যারিয়ার গড়তে ডিআইইউতে সিএসই পড়াশোনা
- ২৬ মে ২০১৮, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ ইউনিভার্সিটিতে সাত হাজারের অধিক ছাত্রছাত্রী এবং ২১০ জন পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষক ও ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ : ১৯৯৬ সালে এ ইউনিভার্সিটিতে চালু হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। বর্তমানে এ বিভাগে ইউনিভার্সিটিতে প্রায় দুই হাজার শিক্ষার্র্থী অধ্যয়নরত রয়েছে। এখান থেকে পাস করা সব শিক্ষার্থী দেশ ও বিদেশের নামীদামি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত আছেন। এ বিভাগের অধীনে রয়েছে আটটি কম্পিউটার ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে রয়েছে প্রায় ৩০০টি কম্পিউটার, ইন্টারনেট ও ফ্রি ওয়াইফাই সুবিধা। এ বিভাগের অধীনে তিনটি কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলোÑ বিএসসি ইন সিএসই (দিবা/সান্ধ্যকালীন), এমএসসি ইন সিএসই এবং মাস্টার্স অব কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ)। এ ছাড়া চারটি শর্ট সার্টিফিকেট কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলোÑ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যানড্রয়েড, নেটওয়ার্কিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এডুকেশন সেল (আইকিউএসি) : এ ইউনিভার্সিটির নিজস্ব একটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এডুকেশন সেল (আইকিউএসি) রয়েছে। এটি ইউজিসির অধীনে ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)’ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক অনুযায়ী সাতটি সেলফ অ্যাসেসমেন্ট কমিটি ১ জুলাই ২০১৫ থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ৭টি বিভাগের পিয়ার রিভিউ এর কাজ দেশী ও বিদেশী বিশেষজ্ঞের দ্বারা সম্পন্ন করা হয়েছে। গবেষণা ও প্রকাশনা সেল : এ ইউনিভার্সিটিতে একটি স্বয়ংসম্পূর্ণ গবেষণা ও প্রকাশনা সেল রয়েছে। ওই সেলের পরিচালক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো: সানা উল্লাহ। প্রতি বছর ওই সেল ডিআইইউ জার্নাল প্রকাশ করে থাকে। সোস্যাল বিজনেস একাডেমিক সেল : এ ইউনিভার্সিটির সোস্যাল বিজনেস একাডেমিক সেল এদেশের সামাজিক ব্যবসা বিস্তারে বিশেষ ভূমিকা রাখছে। ইতোমধ্যে এ ইউনিভার্সিটির সোস্যাল বিজনেস একাডেমিক সেলের সাথে ইউনুস সেন্টারের এমওইউ স্বাক্ষরিত হয়েছে। হিউম্যান রাইটস অ্যাডভোকেসি সেল : বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এ সেল অগ্রণী ভূমিকা পালন করছে। টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল : এ দেশের ধূমপানবিরোধী আন্দোলনে এ ইউনিভার্সিটির টিসিআরসি বিশেষ ভূমিকা পালন করে আসছে। ইন্টারনেট ও ল্যাবরেটরি সুবিধা : এ ইউনিভার্সিটি সম্পুর্ণ ওয়াই-ফাইয়ের আওতাভুক্ত। এ ইউনিভার্সিটিতে রয়েছে মানসম্পন্ন প্রায় ৩১টি ল্যাবরেটরি। লাইব্রেরি সুবিধা : এ ইউনিভার্সিটিতে রয়েছে দেশী- বিদেশী পর্যাপ্ত বই ও জার্নালসমৃদ্ধ তিনটি লাইব্রেরি। ল্যাঙ্গুয়েজ ক্লাব : শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ওপর দক্ষতা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, ঢাকার সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমওইউ স্বাক্ষর করেছে। এ ইউনিভার্সিটির সব শিক্ষার্থীর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। আবাসিক সুবিধা : এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাছে ছেলেদের পাঁচটি এবং মেয়েদের একটি হোস্টেল রয়েছে। এ ছাড়াও নিকুঞ্জ জোয়ার সাহারায় ছেলেদের জন্য একটি এবং গ্রিন রোডে মেয়েদের জন্য একটি হোস্টেল রয়েছে। পরিবহন সুবিধা : এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক, কমকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য পরিবহন সুবিধা রয়েছে। স্থায়ী ক্যাম্পাস : বাড্ডার সাঁতারকুলে এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে তিনটি ভবনসহ ওয়াইফাই, ক্যান্টিন, ব্যায়ামাগার ও আধুনিক অডিটোরিয়াম রয়েছে। স্থায়ী ক্যাম্পাসে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসার জন্য বাস ও শাটল সার্ভিস রয়েছে। বৃত্তি : এ ইউনিভার্সিটিতে দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেয়া ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। বর্তমানে ২৫৩ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নরত।
যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস : সাঁতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০। ক্যাম্পাস : ৬৬, গ্রিন রোড, ঢাকা। ফোন : ০১৬১১৩৪৮৩৪৪-৮। ক্যাম্পাস : বাড়ি-০৪, সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা।
ফোন : ০১৯৩৯৮৫১০৬১-৪