১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

মুহাম্মাদ শওকত হোসাইন পারভেজ : যেসব বস্তুর কারণে মুসলমানরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিরক ও কুফরিতে জড়িয়ে পড়ে, সেসব বস্তু নিজ দায়িত্বে রাখা ভালো নাকি ভেঙে ফেলা ভালো?
মাওলানা লিয়াকত আলী : যেসব বস্তু বা সামগ্রীর কারণে শিরক বা কুফরিতে জড়িয়ে পড়তে হয়, এসব বস্তু নিজের কাছে বা দায়িত্বে রাখা কিছুতেই উচিত নয়। সেগুলো দূরে সরিয়ে দেয়া উচিত। এমনকি শিরক বা কুফরির কারণ না হলেও আল্লাহবিমুখ ও আখিরাতবিমুখ করার বস্তু সামগ্রীও এড়িয়ে চলা উচিত। তবে ভেঙে ফেলা সবসময় জরুরি নয়। যদি সেটিকে বিকল্প উপায়ে অপসারণ করা যায়, তাহলে তা-ও করা যেতে পারে। আবার অন্যের কাছে দেয়াও ঠিক হবে না। কেননা, সেটা তারও শিরক-কুফরির কারণ হতে পারে।


আরো সংবাদ



premium cement