জ্ঞান-বিজ্ঞানের অনন্য উৎস আল কুরআন
- সাইফুল ইসলাম
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মহাগ্রন্থ আল কুরআন জ্ঞানের ভাণ্ডার। মানুষ দিন দিন যত বেশি বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, কুরআনের সত্যতা তত বেশি স্পষ্ট হচ্ছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মূল উৎসই হলো আল কুরআন। যে অনন্য বৈশিষ্ট্য আর কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। এতে রয়েছে ভ্রুণতত্ত্ববিদ্যা, শরীরতত্ত্ববিদ্যা, জীববিদ্যা, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, ভূতত্ত্ববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, সমরবিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান প্রভৃতি।
আরো রয়েছে জীবনের বিভিন্ন শাখা ও প্রশাখাগত বিজ্ঞান। সে হিসেবে কুরআনের প্রতিটি নিদর্শনই বিজ্ঞান বহন করে। মহান আল্লাহ বলেন, ‘বিজ্ঞানময় কুরআনের শপথ’। (সূরা ইয়াসিন-২) যেহেতু কুরআন হলো বিজ্ঞানের অনন্য উৎস, তাই এখানে মহান আল্লাহ বিজ্ঞানময় কুরআনের শপথ করেই এর গুরুত্ব বুঝিয়েছেন। বস্তুত কুরআন থেকে বিজ্ঞানের চর্চা করেই মুসলমানরা কয়েক শতাব্দীব্যাপী বিশ্বে বিজ্ঞানের অগ্রনায়ক ছিলেন। পবিত্র কুরআনে বিজ্ঞানের যে অনন্য উৎস নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তার কয়েকটি নমুনা তুলে ধরা হলো :
১. ভ্রুণতত্ত্ববিদ্যা : পবিত্র কুরআনে ভ্রুণতত্ত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন- ‘(হে মুহাম্মদ) পড়–ন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে।’ (সূরা আলাক : ১-২) আয়াতের আরবি শব্দ ‘আলাক’ অর্থ জমাট রক্ত। অন্য অর্থ দৃঢ়ভাবে আটকে থাকে এমন আঠালো জিনিস, যা আধুনিক বিজ্ঞান গবেষণার সাথে সম্পূর্ণ মিলে যায়। বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী গড়ে ‘তিন মিলিয়ন স্পার্ম’-এর মধ্যে মাত্র একটিই ওভামকে ফার্টিলাইজ করতে যথেষ্ট। অর্থাৎ ফার্টিলাইজেশনের জন্য মাত্র ০.০০০০৩ শতাংশ স্পার্মই যথেষ্ট। এভাবেই ভ্রুণতত্ত্ব সম্পর্কে অনেক অজানা জ্ঞান কুরআন থেকে পাওয়া যায়।
২. সব প্রাণীর সৃষ্টি রহস্য : এ বিষয়ে আধুনিক বিজ্ঞানীরা বলছেন, পানি থেকেই সব প্রাণীর উদ্ভব। অথচ অনেক আগেই এ কথা বলেছে কুরআন। মহান আল্লাহ বলেন- ‘আমি প্রাণবন্ত সবকিছুই সৃষ্টি করেছি পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?’ (সূরা আম্বিয়া-৩০)
৩. বিশ্বজগৎ সৃষ্টির রহস্য : আধুনিক বিজ্ঞানের গবেষণা অনুযায়ী ‘কোটি কোটি বছর আগে বিশ্বজগৎ একটি অখণ্ড জড় বস্তুরূপে বিদ্যমান ছিল। পরে তার কেন্দ্রে একটি মহাবিস্ফোরণ ঘটে, যাকে বিগ-ব্যাং বলা হয়। সেই মহাবিস্ফোরণের ফলে আমাদের সৌরজগৎ, ছায়াপথ ও তারকারাজি ইত্যাদি সৃষ্টি হয়েছে।’ অথচ আল কুরআন বহু আগেই আমাদেরকে এ তথ্য প্রদান করে। মহান আল্লাহ বলেন- ‘অবিশ্বাসীরা কি দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশে ছিল। অতঃপর আমিই এদের উভয়কে পৃথক করে দিয়েছি। আর আমি প্রাণবন্ত সবকিছুই সৃষ্টি করেছি পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না।’ (সূরা আম্বিয়া-৩০)
৪. উদ্ভিদের প্রাণ আছে : উদ্ভিদের প্রাণ আছে, কথাটি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মাত্র কয়েক যুগ আগে আবিষ্কার করেছেন। অথচ প্রায় দেড় হাজার বছর আগে এ কথা কুরআন বলে দিয়েছে। মহান আল্লাহ বলেছেন- ‘নক্ষত্ররাজি ও উদ্ভিদরাজি আল্লাহকে সিজদা করে।’ (সূরা আর রহমান-৬)
৫. আঙুলের ছাপের রহস্য : দু’জন বিজ্ঞানী স্যার হেমচন্দ্র বসু এবং আজিজুল হক ১৮৯২ সালে ইংল্যান্ডে প্রথম আবিষ্কার করেন, ‘পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে, যার আঙুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সাথে হুবহু মিলে যাবে।’ অন্য দিকে এই আবিষ্কারের শত শত বছর আগে পবিত্র কুরআন এই তথ্য নিশ্চিত করেছে। মহান আল্লাহ বলেন- ‘মানুষ কি ধরে নিয়েছে, (সে মরে গেলে) আমি তার অস্থিমজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারব না? নিশ্চয়ই (আমি তা পারব) আমি তো বরং তার আঙুুলের গিরাগুলোকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারব।’
প্রযুক্তির এই যুগে আধুনিক বিজ্ঞান দ্রুততার সাথে নিত্যনতুন জিনিস আবিষ্কার করলেও পবিত্র কুরআনের বিস্ময়কর অনেক জিনিস এখনো প্রমাণ করতে পারেনি। যেমন- আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রাণ আছে এবং আছে বোধশক্তিও। মহান আল্লাহ বলেছেন- ‘অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, আর যা ছিল ধূম্রকুঞ্জবিশেষ। অনন্তর তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো ইচ্ছায় বা আনিচ্ছায়। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে।’ (সূরা হামিম সাজদাহ-১১)
আধুনিক বিজ্ঞানের তত্ত্বের সাথে কুরআনের কোনো পার্থক্য নেই। দিন দিন যত বেশি বিজ্ঞান নিয়ে গবেষণা করা হবে, কুরআনের সত্যতা তত বেশি স্পষ্ট হবে। অর্থাৎ কুরআন যে বিজ্ঞানের উৎস তা দ্রুত বাস্তব উপলব্ধিতে আসবে। এমনকি নতুন প্রজন্মকে যদি যথাযথ উৎসাহ ও প্রযুক্তির সঠিক জ্ঞানে আলোকিত করা যায়, তাহলে আবার তৈরি হবে ইবনে সিনা, আল রাজি, হাসান ইবনে হাইসান, মুসা আল খাওয়ারিজমি, ইবনে রুশদ, জাবির ইবনে হাইয়ানের মতো বিশ্ববরেণ্য অসংখ্য মুসলিম বিজ্ঞানী।
লেখক : শিক্ষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা