১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

আবদুর রহমান : দুই পক্ষের মধ্যে কোনো লিখিত দলিল ছাড়া লেনদেন হলে অথবা লিখিত দলিল না পাওয়া গেলে আর সে ক্ষেত্রে দেনা-পাওনার অঙ্ক বা পরিশোধ নিয়ে সন্দেহ সৃষ্টি হতে পারে আর তা হলে করণীয় কী?
মাওলানা লিয়াকত আলী : লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য লিখিত দলিল ও সাক্ষী রাখার নির্দেশনা দিয়েছে ইসলাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে- ‘হে মুমিনরা, তোমরা যখন একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ আদান-প্রদান করবে, তখন তা লিখবে। একজন লেখক যেন তোমাদের মধ্যে তা ন্যায়সঙ্গতভাবে লিখে দেয়’ (সূরা বাকারা, আয়াত-২৮২)। এ নির্দেশনা পালন না করার ফলে অথবা লিখিত দলিল হারিয়ে গেলে বিচারের সময় ইসলামের নির্দেশনা হলো- বাদির প্রমাণ ও বিবাদির হলফ। বাদি তার দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করবে। বাদি এতে অপারগ হলে বিবাদি হলফ করবে। এটি আইনি নির্দেশনা। আর ইসলামের নৈতিক নির্দেশনা হলো- সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা। এতে উভয় পক্ষই সচেষ্ট থাকবে নিজে ক্ষতিগ্রস্ত হলেও অপর পক্ষকে না ঠকানোর। এতেই কল্যাণ নিহিত রয়েছে ইসলামী সমাজের।


আরো সংবাদ



premium cement

সকল