১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : ফটোগ্রাফি কখন হালাল কখন হারাম? সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে ছেলেদের ছবি দেয়াটাও হারাম হবে কি না? অনেক ফটোগ্রাফার আছেন পোর্ট্রেইট ছবি তোলেন। পেশার খাতিরে কিংবা শখে। এসব ছবিতে মানুষও থাকে এবং পশু-পাখি-প্রাণীও থাকে। এ ধরনের ছবির ব্যাপারে হুকুম কী?
উত্তর : একেবারে অতি প্রয়োজনীয় বিষয়াবলিতে যেমন- পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ইত্যাদিতে ছবির প্রয়োজন হলে সেটি হারাম হবে না, অর্থাৎ গুনাহ হবে না। যে ছবি বিনা প্রয়োজনে প্রিন্ট করা হয় সেটি হারাম। তবে প্রিন্ট করার আগ পর্যন্ত ক্যামেরাতে থাকলে সেটি বেশির ভাগ আলেমের মতে হারাম নয়; বরং সেটি আয়নার মধ্যে দেখা যাওয়া ছবির মতো। সুতরাং সোশ্যাল মিডিয়াতে থাকা ছবি হারাম নয় বলেই বেশির ভাগ আলেমের অভিমত। বিনা প্রয়োজনে প্রিন্ট করতে পারবে না। তবে মোবাইল বা ক্যামেরার মধ্যে থাকলে অসুবিধা হবে না।
সর্বাবস্থায় মনে রাখতে হবে, অপ্রয়োজনে ছবি তোলা একটি অনর্থক কাজ। সুতরাং প্রিন্ট না দিলেও এই বাজে কাজ থেকে প্রতিটি মুমিনের বিরত থাকা উচিত।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement