১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : নিচের হাদিসটি কি সহি? রেফারেন্সসহ বিস্তারিত জানতে চাই। তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম- ১. যারা নেশাজাতীয় দ্রব্য পান করে, যেমন গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, ফেনসিডিলখোর, বিড়িখোর, হেরোইনখোর, মদখোর, আলাখোর, জর্দাখোর ইত্যাদি। ২. যারা মা-বাবার অবাধ্য তারা জান্নাতে যাবে না। ৩. দাইয়ুস, অর্থাৎ যে ব্যক্তি তার পরিবারে পর্দা চালু রাখেনি।
উত্তর : আপনি তিন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, তাদের ওপর জান্নাত হারাম আমরা নিচের দু’টি সহিহ হাদিস থেকে জানতে পারি। প্রথম হাদিসটি দেখুন : হজরত উমার রা: নবী সা: থেকে বর্ণনা করেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মা-বাবার অবাধ্য, দাইয়ুস, পুরুষের বেশধারী মহিলা। (আল মুসতাদরক, ইমাম হাকিম, হাদিস-২৪৪) ইমাম জাহাবি বলেছেন, হাদিসটির সনদ সহিহ। অন্য হাদিসে আছে,... তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, মা-বাবার অবাধ্য, মদ পানকারী, দান করে অনুগ্রহ ফলানো ব্যক্তি। (সুনানে নাসায়ি, হাদিস : ২৫৬২) হাদিসটিকে শায়খ আলবানিসহ অন্য মুহাদ্দিসরা সহিহ বলেছেন। এ ছাড়া অন্য আরেকটি হাদিসে আছে। কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না- মা-বাবার অবাধ্য, মদপানকারী এবং দান করে অনুগ্রহ ফলানো ব্যক্তি। (সহিহ ইবনে হিব্বান-৭৩৪০) শায়খ শুয়াইব আরনাউত বলেছেন, হাদিসটির সনদ সহিহ। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement