০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : নামাজ শেষ হওয়ার পর দোয়া দরুদ পাঠের সময় অজুু ভেঙে গেলে দোয়া দরুদ পাঠ করা যাবে কি?
উত্তর : নামাজের জন্য অজু শর্ত। কিন্তু দোয়া দরুদ পাঠের জন্য অজু শর্ত নয়। অবশ্য সবসময় অজু অবস্থায় থাকা আল্লাহর রাসূল সা:-এর খুব পছন্দনীয় ছিল। এমনকি আল্লাহর নাম বিনা অজুুতে উচ্চারণ না করতে তিনি পছন্দ করতেন। কিন্তু এটিকে নিয়মে পরিণত করলে মুসলমানদের কষ্ট হতো। এ জন্য তিনি তা করেননি। হজরত আলী রা: বলেছেন, আল্লøাহর রাসূল সা: প্রস্রাব পায়খানার পর আমাদের কুরআন মাজিদ পড়াতেন এবং আমাদের সাথে খাবার খেতেন। জানাবত না হলে তিনি এসব থেকে বিরত থাকতেন না। তেমনি হজরত আয়েশা রা: বলেন, আল্লøাহর রাসূল সা: সবসময় আল্লাহর জিকির করতেন। এসব হাদিস থেকে প্রমাণিত হয়, দোয়া দরুদ পাঠের সময় অজু ভেঙে গেলেও দোয়া দরুদ পাঠ অব্যাহত রাখা যাবে।
-ফতোয়া বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement