অবহেলিত একটি সুন্নত
- আবরার নাঈম
- ২৮ মে ২০২৪, ০০:০০, আপডেট: ২৮ মে ২০২৪, ০৬:৫৮
নবী মুহাম্মদ সা: মুসলিম উম্মাহর আদর্শ। আল্লাহ তায়ালা বলেন- ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদশ-তার জন্য, যে আল্লাহ ও কিয়ামত দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে।’ (সূরা আহজাব-২৯) আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সা:-এর পুঙ্খানুপুঙ্খ অনুকরণই মুসলিম উম্মাহর সফলতার মূল হাতিয়ার।
কিন্তু পরিতাপের বিষয় হলো- দিন যতই গড়াচ্ছে মানুষ ততই দ্বীনবিমুখ হচ্ছে। দ্বীন পালনে অনীহা ও অনাগ্রহ প্রদর্শন করছে। আল্লাহর পথ ছেড়ে অভিশপ্ত শয়তানের পথে হাঁটছে। প্রিয় নবীজি সা:-এর সুন্নতের প্রতি নেই বিন্দুমাত্র ভ্রুক্ষেপ। যে সুন্নতগুলো সুন্নত হওয়ার পাশাপাশি নানান রোগের চিকিৎসাস্বরূপ। তন্মধ্যে একটি অবহেলিত সুন্নত হলো মিসওয়াক করা। নবীজি সা: মিসওয়াকের প্রতি কত গুরুত্ব দিতেন তা হাদিসের পাতায় লিপিবদ্ধ আছে। তিনি খুব বেশি মিসওয়াক করতেন এবং সাহাবিদেরও মিসওয়াক করতে উদ্বুদ্ধ করতেন।
মিসওয়াকের গুরুত্ব : হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তবে তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।’ (সুনানে নাসায়ি-৭)
হজরত আনাস ইবনে মালিক রা: থেকে বর্ণিত-তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘আমি মিসওয়াক করার ব্যাপারে তোমাদের অত্যধিক উৎসাহিত করছি।’ (সুনানে নাসায়ি-৬)
হজরত আয়েশা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়।’ (সুনানে নাসায়ি-৫)
লেখক : শিক্ষক, জামিয়া ইমাম আবু
হানিফা রহ., ঢাকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা