১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : ওয়াজের পোস্টার লাগানোর পর যদি সেই ওয়াজ প্রশাসনিক কারণে বন্ধ হয়ে যায়; তাহলে বন্ধের সংবাদ মাইকিং করে জানানো জরুরি নয় কি? কারণ মাইকিং না করা হলে অনেকে মাহফিলস্থলে এসে ফেরত যেতে পারেন। এতে তাদের কষ্ট হবে।
উত্তর : মাহফিল কোনো কারণে বন্ধ হলে মাহফিল কর্তৃপক্ষের কর্তব্য হলো- বন্ধ হওয়ার ঘোষণাও প্রচার করা। বন্ধের সংবাদটি যেন সবার কাছে স্থানীয়দের কাছে পূর্ণভাবে পৌঁছে কমপক্ষে সেভাবে ঘোষণা দিতে হবে। এ ছাড়া কোনো বক্তা আসার ঘোষণা দেয়ার পর অসুস্থতা বা অন্য কোনো কারণে আসতে না পারলে সেই সংবাদ মাহফিল কর্তৃপক্ষ জানার পর জনসাধারণকে সে সংবাদটিও জানিয়ে দিতে হবে। সাধারণত তথাকথিত মাহফিলে লোকসমাগম বাড়ানোর জন্য এ ধরনের তথ্য লুকানো হয়ে থাকে। এটি একধরনের প্রতারণা। মাহফিলের মাধ্যমে আমরা মানুষকে শুদ্ধতার পথে আনতে চাই কিন্তু সেই মাহফিলই যদি হয় অশুদ্ধতার মাধ্যমে তাহলে কোনো উপকার হবে না; বরং আমরা গুনাহগার হবো। এসব তথ্য গোপন করা হলে ক্ষেত্রবিশেষে তা মিথ্যাচার, প্রতারণা, মানুষকে কষ্ট দেয়া বা অন্য কোনো অপরাধের সামিল হবে। এতে মাহফিলের আয়োজকরা গোনাহগার হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ্ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement