০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : আমার বাসা রংপুরে, এখানে একটি মসজিদ আছে যার ভেতরের এক সাইডে এক পীর এবং তার স্ত্রীর কবর রয়েছে। কবরটি এমনভাবে রয়েছে যে শেষের কাতারে কেউ নামাজ পড়লে সে যখন সিজদা দেয় তখন কবরটি তার সামনে পড়ে। সহজ করে বললে কবর দু’টি মসজিদের চার দেয়ালের ভেতরে রয়েছে। এই মসজিদে কি নামাজ পড়া জায়েজ হবে?
উত্তর : রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘ইহুদি নাসারাদের ওপর আল্লাহর অভিসম্পাত। তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে’ (বুখারি-৩২৬৭)। রাসূলুল্লাহ সা: আরো বলেছেন, ‘সাবধান, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। সাবধান, তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদেরকে এ কাজ করতে নিষেধ করছি’(মুসলিম-৫৩২)। যদিও মুসল্লিদের নিয়ত কবরকে সাজদা করা না হয় তবুও এখানে নামাজ থেকে বিরত থাকা আবশ্যক। কারণ এটি কবরকে সাজদা দেয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। -ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement