২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : জেলখানায় সালাত আদায়ের নিয়ম কি। যদি কর্তৃপক্ষ সালাতের সময় বিঘœ ঘটায় বা জুলুম করে? বিস্তারিত বলবেন আশা করি।
উত্তর : জেলখানায় নামাজ বাইরের মতোই নামাজের ওয়াক্ত অনুযায়ী পড়তে হবে। যদি কারা কর্তৃপক্ষ বাধা দেয় তা হলে যখন সময় পাওয়া যায় তখন পড়তে হবে, কাজা হয়ে গেলে কাজা পড়তে হবে। যদি আদৌ না পড়তে দেয় তা হলে কত দিন বাধা দিয়েছে তা হিসাব করে পরে কাজা করতে হবে। বাধাপ্রাপ্ত ব্যক্তি তো অক্ষম, ইসলাম এই অবস্থায় সময় মতো নামাজ পড়তে না পারলে কাউকে অভিযুক্ত করে না।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement