হাদিস বর্ণনা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুতায়বা ইবনে সাঈদ, আবু বাকর ইবনে আবু শায়বা ও জুহাযুর ইবনে হারব রহ: ... আরাজ রহ: থেকে বর্ণিত- তিনি বলেন, আমি আবু হুরায়রা রা:কে বলতে শুনেছি, তোমরা ধারণা করছ যে, আবু হুরায়রা রাসূলুল্লাহ সা: থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এর হিসাব-নিকাশ আল্লাহর কাছেই হবে।
আমি ছিলাম একজন গরিব লোক। আমি কোনোরকমে পেট পুরে খেয়ে না খেয়ে রাসূলুল্লাহ সা:-এর খিদমত করতাম (তাঁর সাহচর্যে থাকতাম)। তখন মুহাজিররা বাজারে ব্যবসায়-বাণিজ্যে মশগুল থাকতেন এবং আনসাররা তাদের ধন-সম্পদের (ক্ষেত খামারে) রক্ষণাবেক্ষণ ও হিফাজতে ব্যস্ত থাকতেন। এরপর একবার রাসূলুল্লাহ সা: বললেন, ‘যে ব্যক্তি তার কাপড়ের আঁচল বিছিয়ে দেবে সে আমার কাছ থেকে যা কিছু শুনবে তা ভুলবে না।’ আমি আমার কাপড়ের আঁচল বিছিয়ে দিলাম এবং তিনি হাদিস বর্ণনা করলেন। এরপর আমি সেই কাপড়টা আমার বুকের সাথে মিলিয়ে নিলাম তখন থেকে আমি তাঁর কাছ থেকে যা কিছু শুনেছি তার কিছুই ভুলিনি।
-সহিহ মুুসলিম-৬১৭২
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা