প্রশ্নোত্তর
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আহমদ আলী : কুরআনে বর্ণিত ‘আরাফ’-এর ব্যাখ্যা কী?
মাওলানা লিয়াকত আলী : কুরআন মাজিদে ‘আরাফ’ নামে একটি সূরা আছে। সেখানে ওই স্থান ও তাতে যারা থাকবে তাদের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে- (জান্নাতবাসী ও জাহান্নামবাসী-এই) উভয় দলের মধ্যে একটি আড়াল থাকবে। আর আরাফে কিছু লোক থাকবে, যারা প্রত্যেক দলের লোককে তাদের চিহ্ন দ্বারা চিনতে পারবে। তারা জান্নাতিদের ডেকে বলবে, তোমাদের প্রতি সালাম। তারা (অর্থাৎ আরাফবাসী) তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু তারা সাগ্রহে (তার) আশাবাদী হবে। (আয়াত-৪৬)
উল্লিখিত আয়াতে হিজাব বা আড়াল শব্দ দ্বারা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি প্রাচীর বোঝানো হয়েছে। এ প্রাচীরের কথা সূরা শূরার ১৩ নম্বর আয়াতেও এসেছে। সেখানে এ ব্যাপারে ব্যবহার করা হয়েছে ‘সূর’ শব্দ । তাফসিরে কুরতুবি ও তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী, এই প্রাচীরের উঁচু স্থানটিই আরাফ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা