২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : রশির টান লেগে আমার হাতের পিঠে ফোসকা পড়ে গিয়েছিল। কিছু দিন পর তা শুকিয়ে গেলে নামাজের জন্য অজুু করার পর নামাজের কিছুক্ষণ আগে ফোসকা উঠিয়ে ফেলি। তবে দ্বিতীয়বার ওই জায়গা না ধুয়ে ওই অবস্থায় নামাজ আদায় করি। জানার বিষয়, ওই জায়গাটি দ্বিতীয়বার না ধুয়ে নামাজ পড়া ঠিক হয়েছে কি না?
উত্তর : অজুু বা গোসল করার পর শরীরের কোনো অঙ্গের চামড়া উঠে গেলে বা উঠিয়ে ফেললে ওই জায়গাটি ধোয়া আবশ্যক হয় না। কেননা, অজুু বা গোসলের আগে যে চামড়াটি ছিল, সেটাই ধোয়া প্রয়োজন ছিল। তাতেই পবিত্রতা হাসিল হয়েছে। তাই ওই জায়গাটি দ্বিতীয়বার না ধুয়ে নামাজ পড়া শুদ্ধ হয়েছে।


আরো সংবাদ



premium cement