প্রশ্নোত্তর
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রশ্ন : বাংলাদেশের আইন অনুযায়ী তালাকনামায় স্বাক্ষর দেয়ার পর তিন মাসের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে কি তা জায়েজ হবে?
উত্তর : এ বিষয়ে বাংলাদেশের আইনে কি আছে তা আমাদের জানা নেই। দেশের প্রচলিত আইন বিষয়ে বিজ্ঞদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। আর শরিয়তের দৃষ্টিতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেন এবং তালাকনামায় যদি তিনি স্বজ্ঞানে স্বাক্ষর করে থাকেন হোক সেটা ইচ্ছা বা অনিচ্ছায় বা কারো চাপে অর্থাৎ তিনি স্বাক্ষর করছেন এটা তিনি জানেন অথবা মুখে তালাক দিয়েছেন। তাহলে তালাক হয়ে যাবে। যদি স্ত্রীর কাছে এই স্বাক্ষর করা তালাকনামা বা তালাকের সংবাদ না পৌঁছে অথবা স্ত্রী এই তালাক মেনে না নেন তবুও তালাক কার্যকর হয়ে যাবে। সেটি যদি এক তালাক বা দুই তালাক হয় তাহলে তালাক কার্যকর হওয়ার পর তিন মাসের মধ্যে তারা যদি স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন তবে সেটা তালাক প্রত্যাহার বলে গণ্য হবে। তবে যদি তিন তালাক হয়ে যায় তাহলে আর স্বামী-স্ত্রী হিসেবে বসবাসের সুযোগ নেই। এমতাবস্থায় শারীরিক সম্পর্ক করলে গুনাহ হবে।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা