১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২ ফাল্গুন ১৪৩১, ১৫ শাবান ১৪৪৬
`

আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যারা

-

পৃথিবীর প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। মৃত্যুর পর আবারো মানুষকে জীবিত করা হবে; হিসাবের জন্য। মহান আল্লাহ তায়ালা কিয়ামতের দিনে হাশরের ময়দানে আমাদের কৃতকর্মের হিসাব নেবেন। হাজার হাজার বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। সেই কঠিন মুসিবতের সময় মুমিনদের মধ্যে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। মহান আল্লাহ তায়ালা বলেন- ‘যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে উৎক্ষিপ্ত ধূলিকণায় পর্যবসিত হবে। আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে; এরপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান! আর বাম দিকের দলটি কত হতভাগা!’ (সূরা ওয়াকিআহ : ১-১০)
আরবি কিয়ামত শব্দের অর্থ দাঁড়ানো। এই দিন যেহেতু বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়েই থাকতে হবে, তাই এই দিনের নাম কিয়ামত। এই দিন হবে অত্যন্ত দীর্ঘ। মহান আল্লাহ বলেন- ‘সেই দিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বছর।’ (সূরা সাজদাহ-৫) কুরআন মাজিদে আরো রয়েছে- ‘ওই দিনের ব্যাপ্তি ৫০ হাজার বছর।’ (সূরা মাআরিজ-৪) হাদিসে এসেছে, সেদিন সূর্য মাথার এক বিঘত উপরে থাকবে, পায়ের নিচে জমিন হবে তামার। হাশরের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেদিন নেককার ঈমানদাররা আরশের সুশীতল ছায়ায় স্থান পাবেন। ইমাম বুখারি রহ.-এর বর্ণনায় মেশকাত শরিফে বর্ণিত- হজরত আবু হুরায়রা রা: বর্ণনা করেন- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘আল্লাহ তায়ালা সাত ব্যক্তিকে সেই দিনে তাঁর (আরশের) ছায়ায় স্থান দেবেন, যেদিন তাঁর (আরশের) ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন- ১. ন্যায়পরায়ণ শাসক। হাদিসে এসেছে; প্রত্যেক ব্যক্তিই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেই হিসেবে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শাসক। শাসক হিসেবে ন্যায়পরায়ণ হলে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। ২. সেই যুবক যে যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটিয়েছে। কেননা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ৩. যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদেই তার মন পড়ে থাকে। অর্থাৎ, মসজিদের সাথে তার অন্তর লটকানো থাকে। পরবর্তী সালাতের জন্য মনটা অস্থির থাকে। ৪. সেই দুই ব্যক্তি, যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। যদি তারা একত্রিত হয় আল্লাহর জন্য হয়, আর যদি পৃথক হয় তাও আল্লাহর জন্যই হয়, ৫. সে ব্যক্তি, যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে তার দু’চোখ দিয়ে অশ্রু ঝরে। ৬. সে ব্যক্তি, যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী যুবতী কু-কাজ করার জন্য আহ্বান জানায়। উত্তরে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ৭. সেই ব্যক্তি, যে আল্লাহর পথে গোপনে দান করে। যার বাম হাতও বলতে পারে না ডান হতে কী খরচ করেছে।’ (বুখারি-৬৬০, মুসলিম-১০৩১, তিরমিজি-২৩৯১, নাসায়ি-৫৩৮০, মুসনাদে আহমাদ-৯৩৭৩, মুওয়াত্তা মালিক-১৭৭৭, ইবনে হিব্বান-৪৪৮৬)
কিয়ামতের ভয়াল দিনে ঈমানদারদের চেহারা হবে উজ্জ্বল আর পাপীদের চেহারা হবে কুৎসিত, কদাকার কালো। মহান আল্লাহ বলেন- ‘ওই দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, আর কিছু লোকের চেহারা হবে মলিন কালো।’ (সূরা আলে ইমরান-১০৬) তিনি আরো বলেন, ‘অপরাধীরা সেদিন নিজ নিজ চেহারা দ্বারাই চিহ্নিত হয়ে যাবে এবং তাদের কপালের চুল ও পা ধরে চ্যাংদোলা করে টেনেহিঁচড়ে নেয়া হবে।’ (সূরা আর রহমান : ৩৯-৪১) হাশরের ময়দানে সব মানুষের বিচার হবে। এ কঠিন ও ভয়াবহ অবস্থায় মহান আল্লাহ তাঁর প্রিয় সাত প্রকারের বান্দাকে নিজের আরশের ছায়ায় আশ্রয় দেবেন। জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে রহমতের শীতল চাদর বিছিয়ে দেবেন।
লেখক : প্রভাষক, গাজীপুর রউফিয়া কামিল মাদরাসা, অভয়নগর, যশোর।

 


আরো সংবাদ



premium cement
পিলখানা হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল সাবিনাদের সাথে ফের আলোচনা দুই বিদেশী নিতে চায় আবাহনী পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম : পরিবেশ উপদেষ্টা লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৪ যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেয়ার আহ্বান সদ্য মুক্তি পাওয়া ৩ ইসরাইলির কুমিল্লায় উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী কারওয়ান বাজারে ইটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে ষড়যন্ত্র মোকাবেলায় জনতার ঐক্যের কোনো বিকল্প নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন ভিউজ বাংলাদেশ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুষ্টিয়ায় নৌকা ছিদ্র করাকে ঘিরে সংঘর্ষে আহত ১৫

সকল