০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : জুমার নামাজের সময় আমি কি মসজিদে প্রবেশ করে তাহিয়্যাতুল মসজিদ নামাজ না পড়ে বসে যাব? কিছুক্ষণ বসে ওয়াজ শোনার পর তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া কি শরিয়তসম্মত? বাংলা ওয়াজ শোনা কী জরুরি আমল?
উত্তর : তাহিয়্যাতুল মসজিদ পড়তে চাইলে বসা যাবে না। মসজিদে প্রবেশ করে না বসে এই নামাজ আদায় করতে হবে। কিছুক্ষণ বসে ওয়াজ শোনার পর নামাজ পড়া শরিয়তসম্মত। তবে এটি তাহিয়্যাতুল মসজিদ হবে না, সাধারণ সুন্নাত নামাজ হবে। ওয়াজ-নসিহত শোনা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল। এর মাধ্যমে মুসলিমরা না জানা অনেক কিছু জানতে পারে, আল্লাহভীরুতা বৃদ্ধি পায়। উপদেশ গ্রহণের জন্য মাতৃভাষায় ওয়াজ শোনাই সবচেয়ে উপকারী ও কার্যকরী। তবে অন্য কোনো ভাষা ভালো জানা থাকলে সেই ভাষায়ও ওয়াজ শুনতে পারেন। সাধারণ মানুষ ওয়াজ-নসিহত খুবই কম শোনে, শুক্রবার ওয়াজ শোনার একটি ভালো সুযোগ। প্রত্যেকেরই এই সুযোগ গ্রহণ করা উচিত।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement