২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
হাদিসের কথা

প্রজার প্রতি ধোঁকাবাজি করে মারা গেলে

-

আবু আলা মাকিল ইবনে ইয়াসার রা: থেকে বর্ণিত- আমি রাসূলুল্লাহ সা:-কে বলতে শুনেছি, ‘কোনো বান্দাকে আল্লাহ কোনো প্রজার ওপর শাসক বানালে, যে দিন সে মরবে সে দিন যদি সে প্রজার প্রতি ধোঁকাবাজি করে মরে, তাহলে আল্লাহ তার প্রতি জান্নাত হারাম করে দেবেন।’ অন্য এক বর্ণনায় আছে, ‘অতঃপর যে (শাসক) তার হিতাকাক্সক্ষীর সাথে তাদের অধিকারগুলো রক্ষা করল না, সে জান্নাতের সুগন্ধও পাবে না। মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, ‘যেকোনো আমির মুসলমানদের দেখাশোনার দায়িত্ব নিলো, অতঃপর সে তাদের (সমস্যা দূর করার) চেষ্টা করল না এবং তাদের হিতাকাক্সক্ষী হলো না, সে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে না।’ বুখারি-৭১৫১, মুসলিম-৩৮০, ৩৮৩, ৪৮৩৬

 

 


আরো সংবাদ



premium cement