২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়

-


(গত দিনের পর)
৪. সুদের কারবার করা : আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন।’ (সূরা বাকারাহ, আয়াত-২৭৬)
৫. জাকাত না দেয়া : রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয়; আসমান থেকে তখন বৃষ্টিবর্ষণ বন্ধ করে দেয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত, তাহলে আর কখনো বৃষ্টি হতো না।’ (ইবনে মাজাহ-৪০১৯)

উপসংহার
রিজিক নিয়ে মানুষ খুব বেশি দুশ্চিন্তায় ভোগে। এটি একটি মনোরোগ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন- ‘তোমার প্রতিপালকের রহমত কি তারা বণ্টন করে (যে তাদের মর্জিমতো কুরআন নাজিল করতে হবে)! (অথচ) পার্থিব জীবনে তাদের মাঝে তাদের জীবিকা আমিই বণ্টন করে থাকি এবং মর্যাদায় একজনকে অন্যজনের ওপর উন্নত করে থাকি, যাতে করে তারা একে অপরের সহায়তা গ্রহণ করতে পারে। তারা যা সঞ্চয় করে, তোমার প্রতিপালকের রহমত তা থেকে উত্তম।’ (সূরা জুখরুফ, আয়াত-৩২) ‘আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতিশয় দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।’ (সূরা শূরা, আয়াত-১৯) ‘আল্লাহ জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস-দাসীদেরকে নিজেদের জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে সমান হয়ে যায়; তাহলে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে?’ (সূরা নাহল, আয়াত-৭১)

‘আল্লাহ তোমাদের হতেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, আর তোমাদের যুগল থেকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য পুত্র-পৌত্রাদি এবং উত্তম জীবনোপকরণ দান করেছেন। তবুও কি তারা বাতিল বিষয়ে বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে?’ (সূরা নাহল, আয়াত-৭২) ‘হে মানুষ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি, যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করে? বস্তুত তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে কিভাবে তোমরা বিপথগামী হচ্ছ?’ (সূরা ফাতির, আয়াত-৩) ‘তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছ আর মিথ্যা উদ্ভাবন করছ। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলোর পূজা করছ তারা তোমাদেরকে রিজিক দানের কোনো ক্ষমতা রাখে না, কাজেই তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ করো, আর তাঁরই ইবাদত করো, আর তাঁরই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে নেয়া হবে।’ (সূরা আনকাবুত-১৭)

হজরত ঈসা ইবনু মারইয়াম বলেছিলেন, ‘হে আল্লাহ! হে আমাদের রব, আমাদের কাছে আসমান থেকে খাদ্যভর্তি দস্তরখান প্রেরণ করুন যা আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য আনন্দের ব্যাপার হবে, আর হবে তোমার থেকে একটি নিদর্শন। আর আমাদেরকে জীবিকা দান করুন, (কারণ) আপনিই সর্বোত্তম রিজিকদাতা।’ (সূরা মায়িদাহ-১১৪)
আল্লাহর রাসূল সা: বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সব রূহ সৃষ্টি করার পর তাদের জীবন ও রিজিক লিখে রেখেছেন।’ (সুনানে তিরমিজি-২১৪৩)

আবদান (রহ:) সূত্রে বর্ণিত- রাসূলুল্লাহ সা: আবু উবায়দা ইবনুল জাররাহকে জিজিয়া আনার জন্য বাহরাইন পাঠান। ... আবু উবায়দা রা: বাহরাইন থেকে মাল নিয়ে এসে পৌঁছালে আনসাররা তার আগমনের সংবাদ পেয়ে সবাই রাসূলুল্লাহ সা:-এর সাথে ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হলেন। নামাজ শেষে রাসূলুল্লাহ সা: তাদেরকে দেখে মুচকি হেসে বললেন, আমার মনে হয় আবু উবায়দা কিছু মাল নিয়ে এসেছে বলে তোমরা শুনতে পেয়েছ। তারা সবাই বললেন, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করো এবং তোমাদের খুশির বিষয়ে আশায় থাকো। আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের আশঙ্কা করি না; বরং আমি আশঙ্কা করি তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য এসে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে এসেছিল। তখন তোমরা তা লাভ করতে পরস্পরে প্রতিযোগিতা করবে যেমনভাবে তারা করেছিল। আর এ ধনসম্পদ তাদেরকে যেমনিভাবে ধ্বংস করেছিল তোমাদেরকেও তেমনিভাবে ধ্বংস করে দেবে।’ (বুখারি-৩৭২৪)

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: বলেন, আল্লাহ তায়ালা তোমাদের মধ্যে চরিত্র বণ্টন করেছেন, যেভাবে তোমাদের মধ্যে রিজিক বণ্টন করেছেন। আল্লাহ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না তাদের সবাইকেই সম্পদ দান করেছেন; কিন্তু তিনি ঈমান দান করেছেন কেবল তাদেরকে যাদেরকে তিনি ভালোবাসেন। (আবু দাউদ, হাকিম, আদাবুল মুফরাদ ২৭৫)
ইমাম ইবনুল কাইয়িম (রহ:) বলেন, ‘রিজিক ও জীবন’ দুটো যেন একটি মুদ্রার এপিঠ-ওপিঠ। কারণ, দুটোই নিশ্চিত। যতক্ষণ আপনি জীবিত আছেন, রিজিক আসবেই। একটি দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জেনে রাখুন সেটি আল্লাহর প্রজ্ঞা। কারণ, আরেকটি দরজা ঠিকই খুলে যাবে তাঁর রহমতস্বরূপ। পুরস্কার হিসেবে যেটা কিনা আরো বড় হতে পারে।’
লেখক : প্রবন্ধকার

 

 


আরো সংবাদ



premium cement