১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`
হাদিসের কথা

আল্লাহ ছাড়া অন্য নামে পশু জবাইকারীর প্রতি অভিশাপ

-

আবু তোফাইল রহ. বলেন, আলী রা:কে জিজ্ঞেস করা হলো, নবী সা: কি কোনো বিশেষ ব্যাপার আপনাকে বলেছেন, যা সর্বসাধারণকে বলেননি? তিনি বলেন, রাসূলুল্লাহ সা: অন্য কাউকে বলেননি এমন কোনো বিশেষ কথা একান্তভাবে আমাকে বলেননি। অবশ্য আমার তরবারির খাপের মধ্যে যা আছে ততটুকুই। এরপর তিনি একখানি লিপি বের করলেন। তাতে লেখা ছিল- যে ব্যক্তি আল্লাহ ছাড়া অপর কারো নামে পশু জবাই করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি জমির সীমানা চিহ্ন চুরি করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি তার মা-বাবাকে অভিসম্পাত করে তার প্রতি আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি বিদয়াতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ।
-মুসলিম, নাসায়ি, আবু দাউদ


আরো সংবাদ



premium cement