১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
হাদিসের কথা

কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে মারাত্মক

-

আবু বকরা রা: বলেন, রাসূলুল্লাহ সা: বললেন, ‘আমি কি তোমাদের কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মকগুলো সম্পর্কে অবহিত করব না?’ কথাটি তিনি তিনবার বলেন। সাহাবিরা বলেন, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন, ‘আল্লাহর সাথে শরিক করা (শিরক) এবং মা-বাবার অবাধ্যাচরণ।’ তিনি হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বলেন, ‘এবং মিথ্যা বলা’। তিনি এ কথাটি বারবার বলছিলেন। আমি মনে মনে বললাম, আহা! তিনি যদি ক্ষান্ত হতেন।
-বুখারি, মুসলিম, তিরমিজি


আরো সংবাদ



premium cement