প্রশ্নোত্তর
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রশ্ন : মানত করার সুন্নত পদ্ধতি নিয়ে যদি একটু সংক্ষিপ্ত আলোচনা করেন বা এ সংক্রান্ত কোনো আলোচনা বা লেখার যদি কোনো লিংক দিতেন তাহলে উপকৃত হতাম। অনেকে অসুস্থ হলে বা কোনো বিপদের সম্মুখীন হলে মানত করে, যেমন এই বিপদ কেটে গেলে আমি একটা ছাগল সদকা দেবো অথবা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা ছাগল সদকা করে দেয়, এগুলো কতটুকু সুন্নাহসম্মত?
উত্তর : মানুষ বিভিন্ন বিপদাপদে মানত করে থাকে। আর হাদিস মোতাবেক মানত না করে দান করাই উত্তম। মানত হলো শর্তসাপেক্ষ দান- এটি হলে আমি এটি করব। আর দান বা সাদাকা হলো নিঃশর্ত দান। মানত না করে দান করাই উত্তম। মান্নত করতে রাসূল সা: নিষেধ করেছেন। ইবনে উমার রা: বলেন, ‘নবী সা: মানত করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, মানত কোনো কিছুকে বাধা দিতে পারে না। এ দ্বারা শুধু কৃপণের থেকে কিছু সম্পদ বের করা হয়। (সহিহ বুখারি, হাদিস নং-৬৬০৮) এমন অর্থের আরো হাদিস অন্যান্য সাহাবি থেকে বর্ণিত আছে।
সহিহ হাদিসে উল্লেখ আছে, সাদাকা অর্থাৎ নফল দান বিপদাপদ থেকে মুক্ত রাখে। এ বিষয়ে একটি হাদিস উল্লেখ করা হলো- সাহাবি হুজাইফা রা: বলেন, আমরা উমার রা:-এর কাছে বসেছিলাম। তিনি বললেন, তোমাদের কে ফিতনার ব্যাপারে রাসূলুল্লাহ সা:-এর হাদিস মুখস্থ রেখেছ? আমি বললাম, আমি, তিনি (রাসূলুল্লাহ সা:) যেভাবে বলেছেন (সেভাবে মুখস্থ রেখেছি)। উমার রা: বললেন, তুমি তো খুব সাহসী মানুষ। আমি বললাম, (রাসূল সা: বলেছেন,) পরিবার, ধন-সম্পদ, সন্তান-সন্ততি এবং প্রতিবেশীদের নিয়ে মানুষ যে ফিতনা বা বিপদাপদে পড়ে, সেগুলো দূর করে দেয় নামাজ, রোজা, দান সাদাকা, সৎ কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে নিষেধ।’ (সহিহ বুখারি, হাদিস নং-৫২৫) এ বিষয়ে সহিহ ও জয়িফ সনদে আরো অনেক হাদিস বর্ণিত আছে।
এই হাদিস থেকে স্পষ্ট যে, দান সাদাকা সব প্রকার বিপদাপদ থেকে মুক্ত রাখে।
উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, শরিয়তের দৃষ্টিতে মানত কাম্য নয় বরং দান সাদাকা করা শরিয়তের দৃষ্টিতে কাম্য। তবে সর্বাবস্থায় মানত করলে তা পূরণ করতে হবে। কুরআনের অনেক আয়াত ও বহু হাদিসে দান করার জন্য ব্যাপক উৎসাহ দেয়া হয়েছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।
আর আপনি যেভাবে বলেছেন, মানত এভাবেই করতে হয়। মানতের সম্পদ গরিব-মিসকিনদের হক। কোনো ধনী মানুষ মানতের সম্পদ গ্রহণ করতে পারবে না।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা