১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

হাদিসের কথা

-

কাউকে নিজের আমল নাজাত দেবে না!
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘কস্মিনকালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না।’ তারা বললেন, হে আল্ল­াহর রাসূল সা:! আপনাকেও না? তিনি বললেন, ‘আমাকেও না। তবে আল্লাহ তায়ালা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষভাগে আল্ল­াহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে।’ (বুখারি পর্ব-৮১, অধ্যায়-১৮, হাদিস নং-৬৪৬৩, মুসলিম-৫০, মধ্যপন্থা-১৭, হাদি-২৮১৬)
-আল লুলু ওয়াল মারজান-১৭৯৩


আরো সংবাদ



premium cement