০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : সালাতে দু’টি সিজদাহর স্থলে ভুলবশত কম বা বেশি হলে করণীয় কী?
উত্তর : এক রাকাতে সাজদাহ দুটোর চেয়ে বেশি হয়ে গেলে সাজদায়ে সাহু দিতে হবে, নামাজ পূর্ণ হয়ে যাবে। আর যদি কম হয়ে যায় তাহলে নামাজের মধ্যে যখন মনে হবে তখন আরেকটি সাজদাহ দিতে হবে এবং সাজদায়ে সাহু দিতে হবে। যদি একটি সাজদাহ বাদ রেখে নামাজ শেষ করে ফেলে তাহলে এই নামাজ বাতিল হয়ে যাবে। আবার এই নামাজ পড়ত হবে, কারণ সাজদাহ একটি রুকন। রুকন বাদ গেলে নামাজ সহিহ হয় না।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement