০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
হাদিসের কথা

উত্তম স্বভাব আমলের চেয়েও উত্তম!

-

ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত- তোমরা এমন একটি যুগে আছো যে সময় ফকিহদের সংখ্যা অধিক, বক্তার সংখ্যা কম, যাচনাকারীর সংখ্যা কম, দাতার সংখ্যা অধিক ও আমল হচ্ছে প্রবৃত্তির পরিচালক। কিন্তু তোমাদের পর অচিরেই এমন এক যুগ আসবে যখন ফকিহদের সংখ্যা হবে কম, বক্তার সংখ্যা হবে প্রচুর, যাচনাকারীর সংখ্যা হবে অধিক, দাতার সংখ্যা হবে অল্প ও প্রবৃত্তিই হবে আমলের পরিচালক। জেনে রাখো! আখেরি জামানায় উত্তম স্বভাব হবে কোনো কোনো আমলের চেয়েও উত্তম।
-মুয়াত্তা মালিক, আদাবুল মুফরাদ-৭৯৪


আরো সংবাদ



premium cement