ঈদের নামাজের আগে কোরবানি নয়
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বারাআ ইব্নু ‘আযিব রা: থেকে বর্ণিত-তিনি বলেন, কোরবানির দিন সালাতের পর রাসূলুল্লাহ সা: আমাদের সামনে খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন, যে আমাদের মতো সালাত আদায় করবে এবং আমাদের কোরবানির মতো কোরবানি করবে, তার কোরবানি যথার্থ বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সালাতের আগে কোরবানি করবে তার সে কোরবানি গোশ্ত খাওয়া ছাড়া আর কিছু হবে না। তখন আবু বুরদাহ্ ইব্নু নিয়ার রা: দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! আমি তো সালাতে বের হবার আগেই কোরবানি করে ফেলেছি। আমি ভেবেছি যে, আজকের দিনটি তো পানাহারের দিন। তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। আমি নিজে খেয়েছি এবং আমার পরিবারবর্গ ও প্রতিবেশীদেরও আহার করিয়েছি। তখন আল্লাহর রাসূল সা: বললেন : ওটা গোশ্ত খাওয়ার বকরি ছাড়া আর কিছু হয়নি। আবু বুরদাহ রা: বলেন, তবে আমার কাছে এমন একটি মেষ শাবক আছে যা দুটো (গোশ্ত খাওয়ার) বকরির চেয়ে ভালো। এটি কি আমার পক্ষে কোরবানির জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তোমার পরে অন্য কারো জন্য যথেষ্ট হবে না। - বুখারি-৯৮৩
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা