০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : হায়েজ অবস্থায় কুরআন অজু করে ধরা যাবে কি না। না গেলে তাফসির বা বাংলা অনুবাদসহ ধরা যাবে কি না। আমি অনেক আলেমকে বলতে শুনেছি, পড়া যাবে। কিন্তু ধরা যাবে কি না এ বিষয়টি আমার কাছে অস্পষ্ট।
উত্তর : এ অবস্থায় কুরআন ধরাও যাবে না, মুখস্থ পড়াও যাবে না। এটিই গ্রহণযোগ্য কথা। তাফসিরও ধরার দরকার নেই, কারণ অসাবধানতার কারণে কুরআনের আয়াতে হাত লাগার সম্ভাবনা থাকে। বাংলা ইসলামিক বই পড়তে পারেন।
-ফতোয়া বিভাগ,
আস সুন্নাহ ট্রাস্ট

 


আরো সংবাদ



premium cement