তাকওয়া মুমিন জীবনের সোপান
- মাকসুদ আলম শহিদ
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মুমিন জীবনে তাকওয়া অত্যাবশ্যকীয় গুণাবলির অন্তর্ভুক্ত। তাকওয়াহীন জীবন একজন ব্যক্তিকে মুমিনে রূপান্তর করতে পারে না। আল্লাহ তায়ালা কুরআন মাজিদের প্রায় ২৭টি স্থানে তাকওয়া অবলম্বনকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। কখনো কখনো বলেছেন, মুত্তাকিরাই সফলকাম, কখনো তাদের জন্য ঘোষণা করেছেন ক্ষমা এবং মাগফিরাত। এভাবেই আল্লাহ তায়ালা তাকওয়া অবলম্বনকারীদের সম্মানিত করেছেন।
তাকওয়া কী?
তাকওয়ার শাব্দিক অর্থ আল্লাহভীতি হলেও এর পারিভাষিক অর্থ হলো-আল্লাহর আদেশগুলো পালন করা এবং নিষেধগুলো বর্জনের নামই তাকওয়া।
তাকওয়া অর্জনের উপায়
ক. আল্লাহ আমাকে দেখছেন এ কথা অন্তরে জাগ্রত রাখা। আজকাল আমরা অনেক আধুনিক শপিং কমপ্লেক্স অথবা বিভিন্ন অফিস কক্ষের দেয়ালে ছোট্ট করে এ লেখা দেখতে পাই যে, আপনার গতিবিধি লক্ষ করা হচ্ছে কিংবা রেকর্ড করা হচ্ছে। তেমনিভাবে আল্লাহ তায়ালাও বলছেন, ‘নিশ্চয়ই তোমরা যা করো তা তিনি জানেন।’ (সূরা নাহল-৯১)
ইবাদত পালনের মাধ্যমে
মহান আল্লাহ কুরআন মাজিদে যেসব ইবাদত পালনের মাধ্যমে তাকওয়া অর্জিত হয় তন্মধ্যে অন্যতম রোজার কথা উল্লেখ করেছেন। যেমন তিনি কুরআন মাজিদে বলেন- ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছে বলে জানিয়েছেন তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সূরা বাকারা-১৮৩)
আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা-ভাবনার মাধ্যমে
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনার মাধ্যমে অন্তরে তাকওয়া জাগ্রত হয়। মহান আল্লাহ বলেন- ‘নিশ্চয়ই দিন ও রাতের পরিবর্তনে এবং সব আসমান ও জমিনে তিনি যা সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকওয়া অবলম্বন করে।’ (সূরা ইউনুস-৬)
নবীর পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে
রাসূল সা:-কে অনুসরণ, অনুকরণ এবং তাকে ভালোবাসার মাধ্যমে ব্যক্তি তার অন্তরে তাকওয়ার নূর সৃষ্টি করতে পারে। আল্লাহ তায়ালা এ জন্য রাসূল সা:-এর মর্যাদা বুঝাতে গিয়ে কুরআন মাজিদে ইরশাদ করেন- ‘নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য যাচাই করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।’ (সূরা হুজরাত-৩)
এ ছাড়াও বিভিন্ন আমলের দ্বারা মুমিন অন্তরে তাকওয়ার প্রতিফলন ঘটে।
লেখক : প্রবন্ধকার
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা