২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : জুমার দিনে হেঁটে গেলে প্রতি কদমে নেকি। তাহলে বাড়ি থেকে দূরের মসজিদে হেঁটে গেলে কি নেকি বেশি হবে?
উত্তর : জি, দূরের মসজিদে জামাত আদায় করলে বেশি সওয়াব, এটি সহিহ হাদিসে প্রমাণিত। শুধু জুমা নয়, সব ওয়াক্তেই সওয়াব বেশি হবে।
আবু হুরায়া রা: থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সা: বলেন, ‘মসজিদ যত দূরে হবে প্রতিদান তত উত্তম হবে।’ (সুনানু আবু দাউদ-৫৫৬) ‘পুরুষের স্বগৃহে বা তার ব্যবসায় ক্ষেত্রে নামাজ পড়ার চেয়ে (মসজিদে) জামাতে শামিল হয়ে নামাজ পড়ার সওয়াব ২৫ গুণ বেশি। কেননা, যে যখন সুন্দরভাবে অজু করে কেবল নামাজ পড়ার উদ্দেশ্যেই মসজিদের পথে বের হয় তখন চলামাত্র প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে তাকে একেকটি মর্যাদায় উন্নীত করা হয় এবং তার একেকটি গুনাহ মোচন করা হয়। এরপর নামাজ আদায় সম্পন্ন করে যতক্ষণ সে নামাজের স্থানে বসে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে; হে আল্লাহ! ওর প্রতি করুণা বর্ষণ করো। হে আল্ল­াহ! ওকে ক্ষমা করো। আর সে ব্যক্তি যতক্ষণ নামাজের অপেক্ষা করে, ততক্ষণ যেন নামাজের অবস্থাতেই থাকে।’ (সহিহ বুখারি-৬৪৭)
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement