খোলাফায়ে রাশেদার বিনয়
- ফয়জুল্লাহ রিয়াদ
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
বিনয় আল্লাহ তায়ালার বিশেষ বান্দাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পবিত্র কুরআনে মহানবী সা:-কে বিনয় অবলম্বন করতে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- ‘আর যারা ঈমান এনেছে, তাদের প্রতি (হে নবী) আপনি বিনয়ী হোন।’ (সূরা হিজর, আয়াত-৮৮) অন্য আয়াতে বলা হয়েছে-‘এবং যারা আপনার অনুসরণ করে, সেই মুমিনদের প্রতি আপনি বিনয়ী হোন।’ (সূরা শুআরা, আয়াত-২১৫)
রাসূলুল্লাহ সা: খুব বিনয়ী ছিলেন। সাহাবায়ে কেরামও তাঁর থেকে বিনয়ের শিক্ষা ও দীক্ষা গ্রহণ করেন। নিম্নে খোলাফায়ে রাশেদার বিনয় সম্পর্কিত কিছু উদাহরণ তুলে ধরা হলো :
হজরত আবু বকর রা:
খেলাফতের দায়িত্ব গ্রহণের আগে আবু বকর সিদ্দিক রা: মহল্লার লোকদের দুধ দোহন করে দিতেন। তিনি খলিফা হওয়ার পর মহল্লার এক বাচ্চা বলল, ‘এখন কি আর আবু বকর আমাদের দুধ দোহন করবেন?’ এ কথা শুনে তিনি বললেন, ‘অবশ্যই আমি তোমাদের দুধ দোহন করব। আমি আশা করি, খেলাফতের নতুন দায়িত্ব আমার আগের আচার-আচরণে কোনো পরিবর্তন আনবে না।’ খলিফা হওয়ার পরও তিনি মহল্লাবাসীর দুধ দোহন করে দিতেন। (আল ইলমু ওয়াল উলামা-১৪৬)
হজরত উমর রা:
হজরত কাতাদা রা: বলেন, অর্ধ পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও হজরত উমর রা: পশমের জোব্বা পরতেন। এটিও আবার চামড়ার তালিযুক্ত হতো। (আল ইলমু ওয়াল উলামা-১৪৬)
হজরত তারেক ইবনে শিহাব বলেন, হজরত উমর রা: একবার সিরিয়া গমন করেন। পথিমধ্যে একটি নালা পার হওয়ার প্রয়োজন পড়লে তিনি লৌকিকতাহীন বাহন থেকে নেমে পড়লেন এবং পায়ের মোজা খুলে হাঁটতে শুরু করলেন। (শুআবুল ঈমান-৬/২৯১)
হজরত উসমান রা:
হজরত হাসান বসরি রহ. বলেন, খলিফা হওয়ার পরেও হজরত উসমান রা: মসজিদে নববীর শক্ত চাটাইয়ে ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠার পর দেখা যেত, শক্ত চাটাই ও পাথরের দাগ তার পিঠে বসে গেছে। (আল ইলমু ওয়াল উলামা-১৭৪)
হজরত আলী রা:
লোকেরা একদিন হজরত আলী রা:-কে দেখল যে, তিনি বাজার থেকে গোশত কিনে নিজের চাদরে মুড়িয়ে বাড়ির উদ্দেশে রওনা করছেন। এক ব্যক্তি বলল, এটি আমার কাছে দিন, বাড়িতে পৌঁছে দিই। তিনি বললেন, ঘরের অধিবাসীই গৃহস্থালি বস্তু বহন করার অধিক উপযুক্ত। (ইহয়াউল উলুম-৩/২১৪)
লেখক : মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা