০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

হাদিসের কথা

-

আল্লাহর দর্শন লাভ
৪৭২৯। জারির ইবনে আব্দুল্লাহ রা: সূত্রে বর্ণিত- তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সা:-এর কাছে বসা ছিলাম। তিনি ১৪ তারিখের রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন তোমরা এ চাঁদকে দেখছ, আর একে দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি তোমরা সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগে সালাত আদায়ে পরাভূত না হও তাহলে তা আদায় করে নাও। অতঃপর তিনি এ আয়াত পাঠ করলেন- সূর্যোদয় ও সূর্যাস্তের আগে তোমার রবের প্রশংসাসহ তাসবিহ পাঠ করো। -(বুখারি, মুসলিম)


আরো সংবাদ



premium cement