১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

হাদিসের কথা

-

আদেশকারীর নিজে না করার পরিণাম
আবু জায়দ উসামাহ ইবনে জায়দ ইবনে হারেসাহ রা: থেকে বর্ণিত- আমি রাসূলুল্লাহ সা:-কে বলতে শুনেছি, ‘কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে তার নাড়িভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চার পাশে এমনভাবে ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির চার পাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামিরা তার কাছে একত্রিত হয়ে তাকে বলবে, ‘ওহে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি না (আমাদেরকে) সৎকাজের আদেশ, আর অসৎকাজে বাধা দান করতে?’ সে বলবে, ‘অবশ্যই। আমি (তোমাদের) সৎকাজের আদেশ দিতাম; কিন্তু আমি তা নিজে করতাম না এবং অসৎকাজে বাধা দিতাম; অথচ আমি নিজেই তা করতাম!’ -বুখারি-৩২৬৭, মুসলিম-৭৬৭৪


আরো সংবাদ



premium cement