২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হাদিসের কথা

-

আবুল ইয়ামান রহ. ... ‘আয়িনুল্লাহ ইবনে আবদুল্লাহ রহ. বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনুস সামিত রা: বর্ণনা করেন, রাসূল সা:-এর পার্শ্বে একজন সাহাবির উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, ‘তোমরা আমার কাছে এই মর্মে বাইয়াত গ্রহণ করো যে, আল্লাহর সাথে কিছু শরিক করবে না, চুরি করবে না, যিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেককাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে, তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে, তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান, তাকে মাফ করে দেবেন আর যদি চান, তাকে শাস্তি দেবেন। আমরা এর ওপর বাইয়াত গ্রহণ করলাম।
বুখারি : ইসলামিক ফাউন্ডেশন নাম্বার-১৭, আন্তর্জাতিক নাম্বার-১৮


আরো সংবাদ



premium cement