১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে শিক্ষকদের ওপর শিক্ষা কর্মকর্তাদের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এতে হামলার প্রতিবাদ জানান শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজশাহী জেলা শাখার উদ্যোগে আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।

বক্তারা বলেন, আজ ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরা তাদের দাবি নিয়ে শিক্ষা ভবনে যান। এ সময় উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর হামলা করেন।

এ সময় মানববন্ধন থেকে টাইমস্কেল বা সিলেকশন গ্রেড, নবম গ্রেড, মাধ্যমিক শিক্ষকদের বৈষম্য নিরসনসহ মাধ্যমিক পর্যায়ে মেয়াদোত্তীর্ণ সব প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। যারা শিক্ষকদের ওপর হামলা করেছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান শিক্ষকরা।

জ্যেষ্ঠ শিক্ষক মো: শহীদুল্লাহর পরিচালনায় এতে আরো বক্তব্য দেন শিক্ষক হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, এম কামাল, আনোয়ার সাদাত, ইকবাল হোসেন। এতে রাজশাহীর বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement