আশুগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপভ্যানে বডির নিচে খোপ তৈরি করে ৪০ কেজি গাঁজাসহ সুমন (২০) নামে মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তালশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মরহুম দানা মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিন জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশী চলছিল। এ সময় একটি পিকআপ উল্টো দিকে ঘুরিয়ে মহাসড়ক থেকে দ্রুত আশুগঞ্জ-তালশহর সড়কে ঢুকে যায়। এতে সন্দেহ হলে পিকআপটিকে ধাওয়া করে তালশহর বাজার থেকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে পিকআপ থেকে ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজাসহ পিকআপচালক সুমনকে আটক করা হয়।
সুমন পুলিশকে জানায়, তিনি সরাইল উপজেলার চান্দরা থেকে এসব গাঁজা ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, সুমনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা