১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

আজমেরি ওসমানের টর্চার সেল পরিদর্শন করল র‌্যাব

আজমেরি ওসমানের টর্চার সেল পরিদর্শন করল র‌্যাব - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মাদ ত্বকী হত্যা মামলার আসামিকে নিয়ে দু’টি স্থান পরিদর্শন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর তদন্ত টিম।

বুধবার সকালে শহরের আল্লামা ইকবাল রোড এলাকার আজমেরী ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন নামের টর্চার সেল ও শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল এলাকা পরিদর্শন করেন তারা।

এ সময় রিমান্ডে থাকা আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে এসব এলাকা পরিদর্শন করেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু।

পরিদর্শন শেষে র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘এই মামলাটির তদন্ত আমরা করছি। সম্প্রতি এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

তিনি আরো বলেন, আজকে আমরা বেশ কিছু স্থান পরিদর্শন করেছি। ত্বকীকে অপহরণ করে যেখানে হত্যা করা হয় এবং লাশ ফেলে দেয়া হয়, ওই জায়গা তদন্তের স্বার্থে পরিদর্শন করেছি। আশা করছি, আমরা খুব দ্রুত সুষ্ঠু রিপোর্ট দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাবুদ্দিন ও র‌্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।

এর আগে, এই হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকা থেকে ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়। গত ৮ ও ৯ সেপ্টেম্বর শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে তাদের রিমান্ডে নেয়া হয়। এরপর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কাজল হাওলাদার। বাকি আসামিদের ফের রিমান্ডে নেয়া হয়েছে।

এদিকে গত ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব। জামশেদ এখনো র‌্যাবের রিমান্ডে রয়েছেন।

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা করা হয়।

৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে।

উল্লেখ্য, আজমেরী ওসমান নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ভাতিজা।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস জাবিতে জুলাই হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দাখিল নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ কাল শুরু যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা জামায়াত দেশ ও জাতির কল্যাণে কাজ করছে : বুলবুল শনিবারে লালমনিরহাটে ড. আজহারীর মাহফিল, একদিন আগেই মাঠ পরিপূর্ণ ইলন মাস্কের ইউরোপীয় ফার-রাইটদের প্রতি সমর্থন ‘গণতন্ত্রের জন্য হুমকি’ : শোলৎজ কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ভবিষ্যতে যারা আসবেন, অতীত থেকে শিক্ষা নেবেন : উপদেষ্টা সাখাওয়াত ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি ভ্যাট ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র : রাষ্ট্র সংস্কার আন্দোলন

সকল