১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা - প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাড়া বাড়িতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী হালিমা বেগম সিরাজদিখান থানায় এ অভিযোগ করেন। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নে নিমতলা সুখের ঠিকানা আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক, বি-ব্লকের ৩৯ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হানিফ শেখ, ওসমান ও জাহিদ শেখসহ আরো দু’তিনজন হালিমা বেগমের ভাড়া বাড়িতে যান। তখন হালিমা ও তার স্বামী মনির হোসেন বাড়িতেই ছিল। তারা রুমের ভেতরে ঢুকে তাকে ও তার স্বামীকে অশ্লীল ভাষায় গালাগাল করে বিয়ের কাবিননামা দেখাতে বলেন। পরে কাবিননামা দেখালে সেটি ভুয়া বলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ওই সময় তারা চাঁদা দিতে রাজি না হওয়ায় তার স্বামীকে লোহার রড দিয়ে মারধর করে এবং তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। একপর্যায়ে তার স্বামীকে রুমের ভেতর হাত-পা বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করেন তারা। সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত নির্যাতন চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ব্যাংকের চেক লিখে নেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement