১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

শ্রীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ৩

শ্রীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ৩ - প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নয় বছরের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের বুড়ির দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মান্দ্রা গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে মিশন হাওলাদার (৪৮), শ্যামল হাওলাদারের ছেলে মো: হাসান (২৭) ও বাবুল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর (রোববার) বেলা ১১টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় অভিযুক্তরা বুড়ির দোকানের কাছে নদীর পাড়ে একটি বাগানে নিয়ে শ্লীলতাহানি করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তদের আটক করে পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: সেলিম মৃধা বলেন, ‘বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অভিযুক্তদের একটি রুমে আটকে রাখা হয়েছে। এ সময় ওই ছাত্রীর পরিবারের লোকজন ঘটনার বিস্তারিত জানান।’

ছাত্রীর বাবা বলেন, ‘সঠিক বিচার পাওয়ার জন্য থানায় মামলা করেছি।’ এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে শ্রীনগর থানার ডিউটি অফিসার মো: শরীফুল জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement