১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

মুকসুদপুরে সংঘর্ষে নিহত ১

- ছবি : প্রতীকী

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সতীশ রায় ঠাকুর নামে (৫২) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার মহিষতলী গ্রামে এ ঘটনা ঘটে। সতীশ রায় ঠাকুর ওই গ্রামের বাসিন্দা।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে সতীশ রায় ঠাকুর ঠেকাতে যান। ওই সময় মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সংবাদ লেখা পযন্ত এখন পর্যন্ত মামলা হয়নি।


আরো সংবাদ



premium cement