১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ফরিদপুরে তরুণীকে উত্ত্যক্তে বাধা দেয়ায় বখাটেদের গুলিতে আহত ২

ফরিদপুরে তরুণীকে উত্ত্যক্তে বাধা দেয়ায় বখাটেদের গুলিতে আহত ২ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক তরুণীকে উত্ত্যক্তের ঘটনায় বখাটেদের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন হাফিজুর রহমান (২৪) ও খাইরুল ইসলাম (২৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘মঙ্গলবার দুপুরে এক তরুণ তার বান্ধবীকে নিয়ে স্বপ্ননগরে ঘুরতে যান। এ সময় ওই এলাকায় থাকা ছয়-সাতজন বখাটে ঘুরতে যাওয়া তরুণীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ওই বখাটেদের সাথে কথা-কাটাকাটি হয় ঘুরতে যাওয়া ওই তরুণীর বন্ধুর সাথে। পরে ওই তরুণের বন্ধু তার পরিচিত কয়েকজনকে ডেকে আনলে বখাটেরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় দু’জন আহত হয়। পালিয়ে যায় বখাটেরা। পরে আহতের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হাফিজুরের মাথার ডান পাশে ও খাইরুলের পা গুলিবিদ্ধ হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা বলেন, ‘এ ঘটনায় একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে।’


আরো সংবাদ



premium cement