হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩
কিশোরগঞ্জের হোসেনপুরে আগুনে স্থানীয় এক স্কুলশিক্ষকের বসতঘরসহ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামে এ ঘটনা ঘটে।
এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। ওই ঘরে উপজেলার হোগলাকান্দি সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরাফতের স্ত্রী বসবাস করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের ডাকচিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও নিমিষেই বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে রয়েছে একটি ফ্রিজ, আলমারি, আসবাবপত্র ও গৃহস্থালি জিনিসপত্র।
উপজেলার জিনারী ইউপি সদস্য আবুল মনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা