১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ছুটির দিনেও কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল

ছুটির দিনেও কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল - নয়া দিগন্ত

ছুটির দিনেও আজ সোমবার কর্মমুখর রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সপ্তাহের প্রথম দু'দিন শনিবার ও রোববার অনেকটাই স্বাভাবিক ছিল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকলেও কিছু কারখানা ছাড়া সকাল থেকে কর্মমুখর ও স্বাভাবিক শিল্পাঞ্চল আশুলিয়া।

সরেজমিনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সকাল থেকেই পোশাককারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছে। অনেকটা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে বলে দেখা যায়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গত দু'দিন শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাককারখানা চালু ছিল। আজ পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছে। তবে ছুটির দিন হওয়ায় কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।

পুলিশ সুপার জানান, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩ টি শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে এক হাজার ৪ শ' কল-কারখানায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সরকারি ছুটি হওয়ায় বাকি কারখানাগুলো বন্ধ রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

সকল