নারায়নগঞ্জে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৩
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করার সাথে জড়িতদের গ্রেফতার, বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
শনিবার দুপুরে হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় হাসপালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা: আবুল বাশার, আবাসিক চিকিৎসক ডা: দেবরাজ মালাকার, আবাসিক সার্জন ডা: আবুল কাইয়ুম, সিনিয়র কনসালটেন্ট ডা: জহির উদ্দীন, ডা: সুলতান মাহমুদ, ডা: মিনারা সুলতানা, জুনিয়র কনসালটেন্ট ডা: ফয়েজ উদ্দীনসন সকল মেডিক্যাল অফিসার, নার্স, শিক্ষার্থী, তৃতীয়, চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা জানান, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল বহিরাগত হাসপাতালে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মচারীদের মারধর এবং হাসপালের জরুরি বিভাগে ভাঙচুর করে। এ ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। চিকিৎসকরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।