মির্জাপুরে ১৭ বছর পর জামায়াতের জনসভা, মানুষের ঢল
- হারুন অর রশিদ, মির্জাপুর (টাঙ্গাইল)
- ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮
১৭ বছর পর মির্জাপুরে প্রকাশ্য জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই উড়াল সেতুর নিচে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ।
জনসভাকে গিরে মানুষের ঢল নামে জনসভায়। গোড়াই ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম, হোসনী মোবারক বাবুল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা জামায়াতের আমির ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি হাফেজ আবুল কাশেম মৃধা, টাঙ্গাইল জেলা শিবির সেক্রেটারি মোমিনুল ইসলামসহ অন্যরা।
প্রধান অতিথি আহসান হাবিব মাসুদ বলেন, শেখ হাসিনা এদেশে উন্নয়নের নামে সন্ত্রাসী, খুনি ও ধর্ষক তৈরি করেছে।
তিনি আরো বলেন, এদেশে এখন আর কোনো চাঁদাবাজের জায়গা হবে না। তিনি চাঁদাবাজদের ধরে থানায় সোপর্দ করার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেন।