আড়াইহাজারে বাকপ্রতিবন্ধী কিশোরীকে শ্বাসরোধে হত্যা
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজিলা আক্তার (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হাইজাদি ইউনিয়ন কাহিন্দী এলাকার নিজ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তানজিলা ওই গ্রামের সরফত আলীর মেয়ে। তার হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জানা যায়, তানজিলা আক্তার সুতার মিলে কাজ করে পরিবারের সাথে থেকে জীবিকা নির্বাহ করেন। বুধবার রাত অনুমানিক সাড়ে ১০টায় তিনি ঘরের বাইরে যান। এরপর বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় পর আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পাশের বাড়ির লোকজন বাঁশঝাড়ে তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। কিশোরীর হাঁটুতে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা