১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ট্রাকশ্রমিকদের মারধরের জেরে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়ক অবরোধ

ট্রাকশ্রমিকদের মারধরের জেরে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়ক অবরোধ - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচালক ও হেলপারদের মারধর করার অভিযোগ উঠেছে চায়না প্রোজেক্টের কিছু কর্মীর বিরুদ্ধে। এর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক (পাগলা সড়ক) অবরোধ করেছে পরিবহন শ্রমিক। এতে গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকার এ সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফতুল্লা থানার সামনে থেকে পঞ্চবটী পর্যন্ত অবরোধ করে তারা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি। সকাল ১০টায় সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায়, চালকদের প্রতিনিধি ও প্রজেক্টের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য বৈঠক হয়।

মধ্যস্থতার বৈঠকের খবরে এবং বৈঠকে সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দেয় চালকরা।

ট্রাকচালক শফিকুল বলেন, ‘আমি গাড়ি নিয়ে চাষাঢ়া থেকে দাপা যাওয়ার পথে পঞ্চবটি এলাকায় চায়না প্রজেক্টের সামনে জ্যামে দাঁড়িয়ে থাকলে প্রজেক্টের দায়িত্বে নিয়োজিত একজন এসে আমার গাড়িটি সরাতে বলে। জ্যামের মধ্যে কেমনে সরাবো বললে প্রজেক্টের ওই লোকটি ১০০ টাকা দিলে অন্য পথে যাওয়ার সুযোগ দেয়ার কথা বলে। আমি টাকা দিতে না চাইলে আমার গাড়িতে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে। আমার হেলপার প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে। আমি ছাড়িয়ে আনতে গেলে সমাধানের কথা বলে প্রজেক্টের ভেতরে নিয়ে সেখানে থাকা আরো কয়েকজন মিলে আমাদের মারধর করে গুরুতর আহত করে।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে আমাদের কয়েকজন শ্রমিকদের উদ্ধারের ও সমঝোতা করতে গেলে চালক আরিফ, হেলপার রেজাউল, অহিদুলসহ বেশ কয়েকজনকে ও মারধর করে গুরুতর জখম করে। আহত শ্রমিকরা ঢামেক হাসপাতাল, ভিক্টোরিয়া, খানপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।’

এ ঘটনার জের ধরেই তারা বৃহস্পতিবার সকাল থেকে ফতুল্লা থানার দু’পাশে সড়কে ট্রাক রেখে অবরোধ এবং থানার গেটে বিক্ষোভ করে।

শ্রমিকদের অভিযোগ, চায়না প্রজেক্টের সামনে থেকে জ্যামে বসে থাকলে প্রায় সময়ই তাদের অন্য পথে যাওয়ার সুযোগ দিয়ে ৫০ থেকে ১০০ টাকা টাকা নিলেও তারা আবার খারাপ ব্যবহার করে।

তারা প্রশাসনের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই দাবি করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, সড়কের একপাশে যানজট সরিয়ে স্বাভাবিক করা হয়েছে। রাতে প্রজেক্টে একটি ঘটনা নিয়ে এমন পরিস্থিতি হয়েছে। আমরা প্রজেক্টে সেনাবাহিনীর সহায়তায় বিষয়টি সুরাহার জন্য বৈঠকে বসেছি। দ্রুতই যানজট নিরসন হবে, কাজ চলছে।’


আরো সংবাদ



premium cement
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মির্জাপুরে ৭ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের, জরুরি বৈঠকে বিসিবি ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে শনিবার যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা

সকল