খুনি হাসিনার সরকার দেশের স্বার্থে কাজ করেনি : অধ্যাপক মজিবুর
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, খুনি হাসিনার সরকার দেশের স্বার্থে কাজ করেনি। একটি দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছায়। কোনো সরকারের ইচ্ছায় দেশ পরিচালিত হলে, যেসব দেশটাকে জনগণের সরকার বলা যাবে না। আমাদের দেশ এতদিন একজনের ইচ্ছায় পরিচালিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী নানকরা আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদরাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহর মেহেরবানী গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে খুনি শেখ হাসিনার সরকারের বিদায় হয়েছে। একই সাথে খুনির দোসর অপরাধীরাও পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, খুনি হাসিনার সরকার এতদিন বাংলাদেশে স্বার্থে কাজ করেনি। তারা প্রতিবেশী দেশের স্বার্থে কাজ করেছে। যতবারই সে দেশে গিয়েছে, কোনো কিছু নিয়ে আসতে পারেনি। প্রতিবারই তাদেরকে দিয়ে এসেছে। তাই খুনি হাসিনার সরকারের নাম ছিল-দিয়ে আসার সরকার, নিয়ে আসার সরকার নয়। তারা বিচার বিভাগসহ সবক্ষেত্রে দলীয় লোক নিয়োগ দিয়েছিল, তাই তারা দলীয় কাজ করেছিল। জনগণের স্বার্থে কোনো কাজ করেনি। তারা পুলিশ, র্যাবসহ সব বাহিনীকে হুকুমের গোলাম বানিয়েছিল। দেখা মাত্র গুলি করায় পুলিশের প্রতি মানুষের ক্ষোভ বেড়েছে। গণঅভ্যুথ্যানের পর পুলিশ সেটি বুঝতে পেরেছে। এখন অন্তবর্তীকালিন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দিতে হবে। প্রত্যেক বিভাগেই খুনি সরকারের দোসররা রয়েছে। তাদেরকে সরিয়ে সংস্কার করতে হবে।
নানকরা আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক আমির মো: আবদুস সাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মো: মাহফুজুর রহমান, পৌরসভা আমির মাওলানা মো: ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। এ সময় বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নানকরা আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া বলেন, ‘আ’লীগ ইসলাম শিক্ষা ধ্বংস করেছে। উপজেলায় বারবার মেধাতালিকায় থাকা মাদরাসাটি স্বৈরাচার সরকারের দোসররা বন্ধ করে সব নিয়ে গেছে। আল্লাহর রহমতে আপনাদেরই প্রতিষ্ঠান আজ থেকে আবার শুরু হয়েছে। নারী শিক্ষায় অত্র এলাকায় মাদরাসাটি অবদান রাখবে, ইনশাআল্লাহ’।
দোয়া অনুষ্ঠান শেষে অধ্যাপক মজিবুর রহমান জামায়াতের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরের পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা