১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও গুদামে আগুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও গুদামে আগুন - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধ ও বৃদ্ধির দাবিতে দুইটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) তারা মহাসড়ক অবরোধ ও বেশকয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কারখানার গুদামে অগ্নিসংযোগ করে।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি কারখানা রয়েছে। ওইসব কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনভাতা পাওনা রয়েছে। গত কয়েকদিন ধরে শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে আন্দোলন করে আসছিল। কর্তৃপক্ষ বেতন পরিশোধের একাধিকবার তারিখ ঘোষণা দিলেও পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মঙ্গলবার পরিশোধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
কিন্তু ওইদিন সন্ধ্যা পর্যন্ত পরিশোধ না করায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। পরদিন বুধবার সকালে শ্রমিকরা পার্কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা পার্কের পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ। এ সময় শ্রমিকরা তাদের সাথে আন্দোলনে যোগ দেয়ার জন্য আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনে। তারা পার্শ্ববর্তী ভবানীপুর এলাকার বিগবস কর্পোরেশন লিমিটেডের এপটেক কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। ওই কারখানার শ্রমিকরা বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে উত্তেজিত শ্রমিকরা বিগবস কারখানার ফেব্রিক্স ও ঝুটের গুদামে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করে। শ্রমিক বিক্ষোভর মুখে ফায়ার সার্ভিসের গাড়ি ফিরে যায়। ইতোমধ্যে আগুন ফেব্রিক্স ও ঝুটের গুদামের বিভিন্ন মালামাল পুড়ে পাশের কেমিক্যাল গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। পরে সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল পর্যন্ত আগুন নেভানোর কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ রিপোর্ট লেখা (সন্ধ্যা ৬টায়) পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বলে জানান জিএমপির কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা।

গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গাজীপুরের কাশিমপুর থানার সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পাকের্র কারখানাগুলোতে প্রায় ৩২ হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন ধরে শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতন দাবি জানিয়ে আসছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও বেশিরভাগ শ্রমিকের অ্যাকাউন্টে বেতন যায়নি। ওইদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ করে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে একই দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ করে। এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো বলেন, বেক্সিমকো কর্তৃপক্ষ বলছে তারা বেতন দেয়ার চেষ্টা করছে। কিন্তু শ্রমিকরা তাদের সময়ই দিচ্ছে না। শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। তবে আশা করা যাচ্ছে আজকের মধ্যেই সকলের বেতন পরিশোধ করবে কর্তৃপক্ষ।

এদিকে গাজীপুর মহানগরীর সদর থানার লক্ষীপুরা এলাকার আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের কর্মীরা শ্রমিকদের বেতন বাড়িয়ে সর্বনিম্ন ১৮ হাজার টাকা এবং ক্যাজুয়াল কর্মীদের চাকরি স্থায়ীকরণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি ও কারখানা গেইটের সামনে অবস্থান ধর্মঘট করেছে।


আরো সংবাদ



premium cement
বিইউবিটি-তে স্প্রিং ২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের অংশীদারদের ঐক্যবদ্ধ থাকতে হবে : গোলাম পরওয়ার মার্কিন স্বাস্থ্য বিভাগ বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদনে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে পদ্মা সেতু এলাকা থেকে ১২ শ’ কেজি জাটকা ইলিশ উদ্ধার হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ের সব চা কারখানা দু’মাস বন্ধ থাকবে নবাবগঞ্জে ডোবা থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ২ লস এঞ্জেলেস দাবানলের শিকারদের উদ্ধারে কুকুরে অমূল্য প্রমাণিত গাজা-স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন : ডব্লিউএইচও শরীরে ২৫০টি গুলি, যন্ত্রণায় কাতরাচ্ছেন মাইনুদ্দিন হোস্টেল থেকে ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সকল